অধ্যক্ষের বাণী

তালবাড়ীয়া ডিগ্রী কলেজ, যশোর

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ণাঢ্য জেলা যশোর শহরের উত্তর পূর্বে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামে অবস্থিত ‘তালবাড়ীয়া ডিগ্রি কলেজ’ এক গৌরবোজ্জ্বল নাম। ঐতিহ্যমÐিত এ শহরের খ্যাতিমান ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে ‘তালবাড়ীয়া কলেজ’ নাম ধারণ করে কলেজটি গড়ে ওঠে। বিশ্বায়নের এই যুগে নিজস্ব ঐতিহ্য, প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার গুণগত মান রক্ষায় আমরা সমৃদ্ধ। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সময়ের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী তালবাড়ীয়া ডিগ্রি কলেজটি আজ তার নানা বর্ণিল বিভাময়ী ঔজ্জ্বল্যে উজ্জ্বল। প্রতিষ্ঠানটি আজ দুইটি সুপরিসর ভবন, আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানগার, সমৃদ্ধ পাঠাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ দ্বারা সুসজ্জিত। বিজ্ঞ পরিচালনা পরিষদ, দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষকমÐলির নিবিড় তত্ত¡াবধানে শ্রেণিপাঠ এবং রাজনীতিমুক্ত পরিবেশে নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষা ও প্রতিটি শিক্ষার্থীর পৃথক পৃথক শিক্ষকের সার্বিক তত্ত¡াবধানের কারণে অত্র কলেজের ছাত্রছাত্রীদের সাফল্য আজ সর্বজনবিদিত। এ সাফল্যের অংশীদার হতে এখানে ডিগ্রি পাস ও উচ্চ মাধ্যমিক কোর্সের উল্লেখযোগ্য শিক্ষার্থী যুক্ত হয় শহর থেকে। তাদের জন্য রয়েছে কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা। নির্ধারিত কারিকুলামের পাশাপাশি আমরা কো- কারিকুলামের চর্চাকে সামনে এনেছি। আমরা জানি, বিভিন্ন সময়ে তরুণরাই এগিয়ে নিয়েছে এই বাংলাদেশকে। তাই তরুণ এই শিক্ষার্থীদেরকে অত্যন্ত যত্নের সাথে গভীর তত্ত্বাবধানে ওদের ভেতরটা জাগিয়ে দিতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই একটি শিক্ষার্থীকে বিভিন্নভাবে যোগ্য করে শিক্ষা- সাহিত্য- সংস্কৃতি- ক্রীড়া জগতের সাথে এক সুস্পষ্ট মেলবন্ধন গড়ে দিতে আমরা বদ্ধপরিকর। বিভিন্ন জাতীয় দিবস পালনে স্থানীয় ও জেলা পর্য়ায়ে কলেজটির রয়েছে উজ্জ্বল উপস্থিতি। আমি গত ০১ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দে অধ্যক্ষ পদে যোগদান করে অত্র কলেজের সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক জনাব কামাল হোসেন হীরা মহোদয়ের নেতৃত্বে সাবলীল ভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বব্যাপী এই পেণ্ডামিক সময়েও খুব অল্প সময়ের ব্যবধানে কলেজটি ডিজিটালাইজেশনসহ সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন, শিক্ষক-কর্মচারীদের নতুন আইডি কার্ড প্রচলনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শৃংখলা বিধানে নানামুখী কর্মপ্রেরণার চাঞ্চল্যে সময় উদ্দীপ্ত করছি। আশা রাখছি ভবিষ্যতে কলেজের কলেবর আরো প্রশস্ত হবে, উজ্জ্বল হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাও নারীর ক্ষমতায়নকে যোগ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব বলে আশা রাখি। আমাদের এই চলার পথে সকলের সহযোগিতা কামনা করছি।

ড. শাহনাজ পারভীন

অধ্যক্ষ

তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর।

0 +

শিক্ষাত্রী

0 +

শিক্ষক

0 +

শ্রেণীকক্ষ
Get Started Today.

তালবাড়ীয়া ডিগ্রী কলেজ, যশোর

শিক্ষা কারিকুলামের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও কলেজের সাফল্য ঈর্ষণীয়। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে ধারাবাহিক সাফল্যের এ ধারায় কলেজটির এগিয়ে যাওয়ার পথে সকলের সহযােগিতা কামনা করছি।

Good Causes

আমাদের বৈশিষ্ট

নিজস্ব পরিবহন

কলেজের নিজস্ব বাসে শিক্ষাত্রীদের ফ্রি যাতায়াত ব্যবস্থা আছে।

মেধাবী শিক্ষাত্রী

মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ জন্য বিশেষ সুবিধা রয়েছে।

অনলাইন আবেদন

কলেজ অফিস থেকে অনলাইনে ফ্রি ভর্তি আবেদন করা যাবে।

আর্থিক সহযোগিতা

দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়ন এবং আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

স্বাধীনতাকে কেন্দ্র করে তালবাড়িয়া ডিগ্ৰী কলেজের বিভিন্ন কর্মকান্ডের ছবি

ইতিহাস

কলেজের ইতিহাস

১৯৯৪ সালে যশাের শহরের উত্তর-পূর্বে অবস্থিত নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ অবধি ২১ শতকের চ্যালেঞ্জ মােকাবেলায় সময়ের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী তালবাড়ীয়া ডিগ্রি কলেজটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষার আলােয় জ্বলজ্বল করছে। প্রতিষ্ঠানটি আজ ২টি সুপরিসর ভবনে আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞান গবেষণাগার, সুপরিসর পাঠাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ দ্বারা সুসজ্জিত।

0 +

শিক্ষাত্রী

0

পরিবহন

0

ভবন

0

স্থাপিত
Why us

কেন আমরা উন্নত

আধুনিক কম্পিউটার ল্যাব

আমাদের ল্যাবে রয়েছে পর্যাপ্ত কম্পিউটার যা শিক্ষাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।

সমৃদ্ধ বিজ্ঞান গবেষণাগার

বৃহৎ বিজ্ঞান কোষাগার যেটিতে রয়েছে আধুনিক যন্ত্রাংশ

সুপরিসর পাঠাগার

আমাদের পাঠাগারে রয়েছে বিভিন্ন লেখকের বই যা শিক্ষাত্রীদের চিন্তাধারা উন্নয়নে সাহায্য করে।

পর্যাপ্ত শ্রেণিকক্ষ

প্রতিটি শ্রেণীর জন্য রয়েছে আমাদের প্রতিষ্ঠানে পর্যাপ্ত শ্রেণীকক্ষ।

Recent Events

সাম্প্রতিক অনুষ্ঠানসমূহ

Get Updates

আমাদের নোটিশ সম্পর্কে অবগত থাকুন