আমাদের সম্পর্কে

Home|আমাদের সম্পর্কে

১৯৯৪ সালে যশাের শহরের উত্তর-পূর্বে অবস্থিত নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামে অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ অবধি ২১ শতকের চ্যালেঞ্জ মােকাবেলায় সময়ের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী তালবাড়ীয়া ডিগ্রি কলেজটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষার আলােয় জ্বলজ্বল করছে। প্রতিষ্ঠানটি আজ ২টি সুপরিসর ভবনে আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞান গবেষণাগার, সুপরিসর পাঠাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ দ্বারা সুসজ্জিত। বিজ্ঞ পরিচালনা পরিষদ, দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলির নিবিড় তত্ত্বাবধানে শ্রেণি পাঠ এবং রাজনীতিমুক্ত পরিবেশে নিয়মিত টিউটোরিয়াল পরীক্ষা ও প্রতিটি শিক্ষার্থীর পৃথক পৃথক শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানের কারণে অত্র কলেজের ছাত্র-ছাত্রীদের সাফল্য আজ সুবিদিত। এ সাফল্যের অংশীদার হতে বর্তমানে উল্লেখযােগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী যুক্ত হয় শহর থেকে। তাদের জন্য রয়েছে কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিভিন্ন জাতীয় দিবস পালনে স্থানীয় ও জেলা পর্যায়ে কলেজটির রয়েছে উজ্জ্বল উপস্থিতি। শিক্ষা কারিকুলামের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও কলেজের সাফল্য ঈর্ষণীয়। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে ধারাবাহিক সাফল্যের এ ধারায় কলেজটির এগিয়ে যাওয়ার পথে সকলের সহযােগিতা কামনা করছি।