আজ ২ মার্চ, ২০২২ খ্রি. সকাল এগারোটায় তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোরের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস-২০২২ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। অধ্যক্ষ মহোদয়ের
স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি জনাব মো. কামাল হোসেন হীরা। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব জিয়া হায়দার, সহকারী অধ্যাপক জনাব মো. নজরুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. রুহুল ইসলাম। অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপন করেন জনাব ইবাদত হোসেন।
আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী সকলের নিবিড় প্রচেষ্টায়
গত বছরের চেয়ে এ বছর দ্বিগুণ শিক্ষার্থী ভর্তি হয়েছে।তাদের কলেজ জীবনের প্রথম দিনটিতে ফুল দিয়ে
অভিনন্দন
, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
এবং সব শেষে তাদেরকে দিয়ে ফুলগাছ লাগিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়।